পিলখানা হত্যাকাণ্ডে অপরাধীদের বিচার দাবি
পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন বিডিআর অফিসারসহ মোট ৭৪ জনের হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন বিডিআর নায়েক (অব:) সালাউদ্দিন গাজী।
পিলখানা হত্যাকাণ্ডে অপরাধীদের বিচার দাবি করে তিনি বলেন, ইতিহাসের ন্যাকারজনক এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে বিচার করতে হবে। একই সঙ্গে নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে।
তিনি বলেন, আমরা সম্পূর্ণ নিরপরাধ। সুতরাং আমরা আমাদের চাকরি ফেরত চাই। বিডিআরকে পূর্বের নাম, পোশাক এবং পূর্বের প্রেরণায় নিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহিদদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের জন্য দোয়া করা হয়।
নায়েক (অব:) সালাউদ্দিন গাজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক বিডিআর সদস্য শফিকুর ইসলাম জামাল, মোহাম্মদ নাজমুল হোসেন, বিডিআর পরিবারের সন্তান তারেক আজিজসহ প্রমুখ।