• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

ত্রাণ দিতে গিয়ে আহত হওয়া সেই চবি শিক্ষার্থী মারা গেছেন

প্রকাশিত: ১৩:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৪

ত্রাণ দিতে গিয়ে আহত হওয়া সেই চবি শিক্ষার্থী মারা গেছেন

ত্রাণ দিতে গিয়ে আহত হওয়া সেই চবি শিক্ষার্থী মারা গেছেন

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ মারা গেছেন
বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।

এর আগে, নিজ বিভাগের সহপাঠীদের সঙ্গে নোয়াখালীর সেনবাগের বন্যার্তদের সহায়তার জন্য যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরায়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। এ ঘটনায় পলাশের দুই পা ভেঙে যায় এবং শরীরের বেশ কয়েক জায়গায় মারাত্মক আঘাত পান তিনি। পরে চমেকে ভর্তি করা হয় তাদের। কিন্তু অন্য সহপাঠীরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে আসলেও ৩ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। তবে খুব একটা লাভ হয়েনি। দীর্ঘ নয়দিন বেঁচে থাকার আশায় লড়াই চালিয়ে গেলেও মৃত্যুর কাছে হার মানেন পলাশ।

ফাহিম আহমেদ পলাশ চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। মেডিকেলের কার্যক্রম শেষে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

এ ঘটনায় এ রিপোর্ট লেখা (বেলা ১১টা) পর্যন্ত মেডিকেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।