• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

পরকীয়ার জেরে ২ প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৪:০২, ৪ সেপ্টেম্বর ২০২৪

পরকীয়ার জেরে ২ প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যা

পরকীয়ার জেরে ২ প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে পরকীয়ার জেরে প্রবাসী আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে এলাকাবাসীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফতনগর ইউনিয়নের তেলপারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর। তারা ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের চার ছেলে। নিহত দুই ভাই বাদেও রেজাউল করিম ও রাসেল নামে দুই ভাই রয়েছেন। মঙ্গলবার পারিবারিক কলহের জেরে রেজাউল করিমসহ তার তিন ভাইয়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তার স্ত্রী এবং মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন রেজাউল করিম। এ ঘটনা দেখে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের ওপর ক্ষিপ্ত হন ওই তিন ভাই। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে এগিয়ে এলে রেজাউল করিম ও রাসেল পালিয়ে যান। কিন্তু আলমগীর ও জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেন স্থানীয়রা।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিহতরা চার ভাই ছিল। তাদের মধ্যে এক ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় এলাকাবাসীর সঙ্গে তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে এলাকাবাসীর সঙ্গে তাদের মারামারিতে দুই ভাই নিহত হয়েছেন।