পাবনায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত ২
পাবনা সদরে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের মাছুম বাজারে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ওসি রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মধু (৪০) ও মঞ্জু (৪০)। তাদের বাড়ি পাবনা পৌর এলাকার মাছুম বাজার এলাকায়।
ওসি রওশন আলী জানান, মাদক কারবারিদের একটি গ্রুপ তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।