অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার শ্রমিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি মাজার সংলগ্ন করতোয়া নদীতে এই অভিযান পরিচালনা করে এই কারাদণ্ড প্রদান করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সাকালী গ্রামের মো. আব্দুল গফুর শিকদারের ছেলে আবু হানিফ (৫২) ও ফরিদপুর জেলার চরদর্শনী উপজেলার বাহারা গ্রামের মোমিন মাতবরের ছেলে মো. নান্টু শেখ (৩০)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলায় বালু দস্যুদের দৌড়াত্ম্য দিনদিন বেড়েই চলেছে। করতোয়া, বড়াল নদীসহ বিভিন্ন নদীর একাধিক স্থানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে নদীপাড়ের বাড়িঘর ও কৃষি জমি ধ্বংস হচ্ছে।