• ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

আশুলিয়ায় গার্মেন্টসের ১০ কর্মকর্তার অপসারণ দাবি

প্রকাশিত: ০৮:১৮, ৫ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ায় গার্মেন্টসের ১০ কর্মকর্তার অপসারণ দাবি

আশুলিয়ায় গার্মেন্টসের ১০ কর্মকর্তার অপসারণ দাবি

সাভারের আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকায় পার্ল গার্মেন্টসের শ্রমিকরা ফ্যাক্টরির ম্যানেজমেন্টের ১০ কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। 
বুধবার সকাল সাড়ে ১১টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

বিকেল পৌনে ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. সবুজ মিয়া আগামীকাল বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায় এবং সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট উল্লিখিত দাবিসমূহ উত্থাপন করলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ অবিলম্বে তা পূরণের আশ্বাস দিলেও অদ্যবধি কোনো সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকরা বুধবার রাস্তায় অবস্থান নেন বলে জানা যায়।