মোবাইল কিনে না দেওয়ায় প্রাণ দিল কিশোর
গোপালগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১২টায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নাজমুল শেখ (১৮)। সে পিত্তল পাড়া গ্রামের ভ্যানচালক লুৎফর শেখের ছেলে।
নিহতের মামা হাসান শেখ জানান, ছোট থেকেই নাজমুল দিঘলিয়া গ্রামে নানা রব শেখের বাড়িতে থাকে। রাধাগঞ্জ বাজারে মাছের আড়তে কাজ করে। তার বন্ধুরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। তাদের দেখাদেখি তারও দামি ফোন কেনার আগ্রহ দেখা দেয়।
এ নিয়ে বাবাকে আইফোন কিনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। দরিদ্র ভ্যানচালক বাবা টাকা না থাকায় দামি ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনের দুঃখে রাধাগঞ্জ বাজারে একটি দাঁতের ডাক্তারের দোকানের বাইরের সাইডের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান, গোপালগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।