• ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

সাংবাদিক নাদিম হত্যা: বাবুসহ ৯ জনের নামে চার্জশিট

প্রকাশিত: ০৮:৩২, ৫ সেপ্টেম্বর ২০২৪

সাংবাদিক নাদিম হত্যা: বাবুসহ ৯ জনের নামে চার্জশিট

সাংবাদিক নাদিম হত্যা: বাবুসহ ৯ জনের নামে চার্জশিট

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের নামে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি। তবে সিআইডির দেওয়া এই চার্জশিট প্রত্যাখ্যান করে পুনরায় তদন্ত করে চার্জশিট দেওয়ার দাবি করেছেন সাংবাদিক নাদিমের পরিবার।
গত ২৭ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলী আদালতে সিআইডি চার্জশিট দাখিল করে।

গত বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন দুপুর ১টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি প্রথমে বকশীগঞ্জ থানার ওসি তদন্ত করলেও মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়। শেষমেশ মামলার তদন্ত চলে যায় সিআইডির কাছে।

সিআইডি দীর্ঘ এক বছর ৫ মাস তদন্ত শেষে গত ২৭ আগস্ট আদালতে চার্জশিট দিয়েছে। এদিকে মামলার ২ নম্বর আসামি ইউপি চেয়ারম্যান বাবুর ছেলে রিফাতসহ ১৩ জনকে বাদ দেয়া হয়েছে চার্জশিট থেকে।