• ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

হবিগঞ্জে বেতন বকেয়া থাকায় শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জে বেতন বকেয়া থাকায় শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জে বেতন বকেয়া থাকায় শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্টার মোরসালিন সিরামিকের শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার উপজেলার বাঘাসুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ৫০০ থেকে ৬০০ জন শ্রমিক এ বিক্ষোভ করেন। 
স্থানীয় সূত্রে জানা যায়, গত জুলাই ও আগস্ট মাসের বেতন ও ওভার টাইম বকেয়ার কারণে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে ওই সিরামিকের শ্রমিকরা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে উক্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে শ্রমিকদের আগামী দুইদিনের মধ্যে বেতন পরিশোধে আশ্বস্ত করলে তারা আন্দোলন প্রত্যাহার করে বলে জানা যায়।