• ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

গাজীপুরে বিট কর্মকর্তার কার্যালয়ে ভূমিদস্যুদের হামলা

প্রকাশিত: ০৮:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে বিট কর্মকর্তার কার্যালয়ে ভূমিদস্যুদের হামলা

গাজীপুরে বিট কর্মকর্তার কার্যালয়ে ভূমিদস্যুদের হামলা

গাজীপুরের কালিয়াকৈরে বিট কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া বড়চালা বাসস্টান্ড এলাকায় বন বিভাগের জমিতে দোকান নির্মাণ করছিলেন স্থানীয় মো. আবুল মিয়া (৫৫)। এ সময় জাথালিয়া বিট অফিসের বিট কর্মকর্তা মো. মাসুম আহমেদের নেতৃত্বে বন বিভাগের লোকজন দোকানটি উচ্ছেদ করে বিট অফিসে চলে যান।

পরবর্তীতে দোকান মালিক মো. আবুল মিয়ার নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী জাথালিয়া বিট অফিসে হামলা চালায়। এ ঘটনায় বিট কর্মকর্তা মাসুম আহমেদ, ফরেস্ট গার্ড মো. মোজাম্মেল  হোসেন, মো. এনামুল হকসহ কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আহত হন। আহতরা সকলেই কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।