• ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

বাসের ধাক্কায় মুহূর্তেই নিথর ছোট্ট সাবিতুল

প্রকাশিত: ০৮:৪১, ৫ সেপ্টেম্বর ২০২৪

বাসের ধাক্কায় মুহূর্তেই নিথর ছোট্ট সাবিতুল

বাসের ধাক্কায় মুহূর্তেই নিথর ছোট্ট সাবিতুল

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিতুল আলম নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিতুল আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের প্রবাসী শামসুল আলমের ছেলে।

স্বজনরা জানান, পাঁচ দিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু সাবিতুল। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মোহাম্মদ এরফান বলেন, বাসটি হেফাজতে নেয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।