• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

মাদারীপুরে সংবর্ধিত হলেন ভিপি নূর

প্রকাশিত: ১১:০৫, ৮ সেপ্টেম্বর ২০২৪

মাদারীপুরে সংবর্ধিত হলেন ভিপি নূর

মাদারীপুরে সংবর্ধিত হলেন ভিপি নূর

মাদারীপুরের শিবচর উপজেলা পাঁচ্চর বাসস্ট্যান্ড মোড়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) পথসভা শেষে ঢাকায় ফেরার পথে পদ্মা সেতু দক্ষিণ প্রান্তে থানার সামনে সংবর্ধনা দেন জাজিরা উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর।

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ কর্মীরা বিগত সরকারের আমলে নির্যাতিত ও নিপীড়িত হয়েছে। আমাদের নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়েছে। যার ফল স্বরপ গত ৫ আগস্ট‌ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। এই আন্দোলনে আমাদের গণ অধিকার পরিষদ কর্মীদের অনেক ভূমিকা ছিল। তাই দেশ পরিচালনার করার জন্য গণ অধিকার পরিষদ কর্মীদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে নিজেদের যোগ্য করে তুলতে হবে। তাহলেই দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন। গণ অধিকার পরিষদ গরিব, অসহায় মানুষ ও ছাত্রদের পাশে দাঁড়ানো একটি সংগঠনের নাম। এছাড়াও বিগত সরকারের নানা ধরনের সমালোচনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা আহ্বায়ক মো. সাগর, শরীয়তপুর জেলা সভাপতি জীবন আহমেদ নান্টুসহ নেতাকর্মীরা।