সড়কের পাশে বস্তায় মিলল মানুষের কাটা পা
সিলেটে একটি বস্তা থেকে মানুষের কাটা পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের পাশে মালনীছড়া চা বাগান থেকে পা-টি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান।
তিনি বলেন, সড়কের পাশেই একটি বস্তা পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় একটি পা পায়। পা-টি কোনো এক পুরুষের বাম পা। বয়স আনুমাকি ৫০-৫৫। পা-টি একেবারে তাজাও নয়, আবার পচাও নয়। হয়তো একদিন আগে কাটা হয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা যাচ্ছে, পা-টি অন্য কোথাও কাটার পর এখানে এসে ফেলে গেছে। তবে লাশের বাকি অংশ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।