দেশের বিভিন্ন কারখানা ভাঙচুরের ঘটনায় শ্রমিক দলের প্রতিবাদ
দেশের বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুরের প্রতিবাদে এবং শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবিতে বাইপাইল মোড়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আশুলিয়া থানা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা- ১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিনসহ স্থানীয় শ্রমিকদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।