• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

আমিরাতে ক্ষমা পাওয়া ১২ বাংলাদেশি চট্টগ্রামে

প্রকাশিত: ১১:১৫, ৮ সেপ্টেম্বর ২০২৪

আমিরাতে ক্ষমা পাওয়া ১২ বাংলাদেশি চট্টগ্রামে

আমিরাতে ক্ষমা পাওয়া ১২ বাংলাদেশি চট্টগ্রামে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের কারণে শাস্তির পর ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। এরমধ্যে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে পৃথক দুটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১২ জন। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি বলেন, আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তির পর ক্ষমা পাওয়াদের ১২ জন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। শনিবার রাত ৮টা ১০ মিনিটে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে একজন এবং ৮টা ৩৭ মিনিটে আবুধাবি থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে ১১ জনসহ মোট ১২ জন এসেছেন।

চট্টগ্রামে ফেরা ১২ জন হলেন- মোহাম্মদ জহির, মোহাম্মদ সোহেল আহমদ, মোহাম্মদ শাজাহান, এস্কান্দর হোসেন,  মোহাম্মদ হারুন, সাইদুল হক, জিয়াউল হক জিসান, জাহাঙ্গীর আলম, আশরাফুল আমিন, মনিরুল ইসলাম, মেহেরাজ উদ্দিন রাসেল ও মোহাম্মদ কাউসার উদ্দিন।

অন্যদিকে, একইদিন রাত সাড়ে ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরো দুজন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের পরিচালক দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ক্ষমা পাওয়া ১৪ জন বাংলাদেশি আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকার হজরত শাহজালাল ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

গত ৩ সেপ্টেম্বর অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। নোবেল বিজয়ী ড. ইউনূস সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের দণ্ড মওকুফ করার জন্য আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অনুরোধ করেন। পরবর্তীতে শেখ জায়েদ বাংলাদেশিদের সাজা মওকুফ করেন।