গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর যুবক
দিনাজপুর সদর উপজেলায় বজ্রপাতে বিকাশ চন্দ্র রায় নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বিকাশ উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল বনকালী এলাকার দক্ষিণপাড়া গ্রামের রতিপদ রায়ের ছেলে।
জানা গেছে, সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হেঁটে বনকালী বাজার থেকে বাসার দিকে রওনা হন বিকাশ। পথে চায়না কোম্পানি এলাকায় পৌঁছালে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে মাটিতে পড়ে যান তিনি। এরপর তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।