• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

নিহত সেনা কর্মকর্তা তানজিমের বাড়িতে জামায়াত আমির

প্রকাশিত: ১০:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪

নিহত সেনা কর্মকর্তা তানজিমের বাড়িতে জামায়াত আমির

নিহত সেনা কর্মকর্তা তানজিমের বাড়িতে জামায়াত আমির

কক্সবাজারে অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পরিবারের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিহত সেনা কর্মকর্তার পরিবারের খোঁজ-খবর নিতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে যান জামায়াত আমীর।

ডা. শফিকুর রহমান নিহত সেনা কর্মকর্তা তানজিমের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং তার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জেলা সেক্রেটারিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।