বিয়ানীবাজারে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত
সিলেট জেলার বিয়ানীবাজারে স্থানীয় পেশাজীবী, উলামা, শ্রমিক, জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়নপর্যায়ে সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার পৌরসভাস্থ ইউসুফ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উওরের আমির সেলিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, মাওলানা ফয়জুর রহমান আমির জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলার শাখা, আবুল কাশেম চৌধুরী সেক্রেটারি জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলার শাখা, মাও. মোস্তফা উদ্দিন উপজেলা জামায়াতের নায়েবে আমীর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।