• ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে ঢাবি শিক্ষক সমিতি

প্রকাশিত: ০৮:৪১, ২৫ আগস্ট ২০২৪

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে ঢাবি শিক্ষক সমিতি

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে ঢাবি শিক্ষক সমিতি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তায় একদিনের বেতন দেবে বলে জানিয়েছে সংগঠনটি।


শনিবার (২৪ আগস্ট) ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বন্যার্তদের সহায়তা দানের লক্ষ্যে একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদি কোনো সহকর্মী এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন, হিসাব পরিচালক বরাবর ২৪ থেকে ২৬ আগস্টের মধ্যে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হলো।’