তানিয়া বৃষ্টির কথার জবাবে আরশ বললেন, ‘পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস’
এই সময়ের তরুণ অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। জুটি হয়ে অনেক নাটকে কাজ করেছেন। দর্শকেরাও পছন্দ করতেন তাদের। তবে পর্দার বাইরে ব্যক্তিজীবনে ‘প্রেম ও বিয়ে’ সম্পর্ক নিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন এই জুটি।
তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন দীর্ঘদিন ধরে থাকলেও মাঝে মাঝেই সেই গুঞ্জন আবার আড়াল হয়। এখন অবশ্য তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে শোনা যায়।
এদিকে শনিবার (৩১ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় আরশ খানের সঙ্গে সম্পর্কের বিষয়টি খোলাসা করে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা।’ তবে বিষয়টি নজরে আসার পর ভিন্ন ইঙ্গিত দিয়েছেন আরশ খান।
সেই প্রতিবেদনে তানিয়া বৃষ্টি বলেছেন, ‘অনেকে অনেক কিছুই লিখে থাকে। তবে কাকে নিয়ে কোন গুঞ্জন, সেটা জানা প্রয়োজন? এখন কার কথা বলা হচ্ছে, তা বুঝতে পারছি না।’
তিনি আরশ খানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বলেন, ‘আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক, এ ধরনের কিছু না। শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের কাজ করেছি। এ জন্য অনেকেই নানা ধরনের কথা বলে থাকেন। একসঙ্গে কাজের সূত্রে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করেছি ও লিখেছি। তবে সম্পর্ক, এ ধরনের কিছু না।’
তিনি আরো বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি আমরা। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।
এদিকে এ অভিনেত্রীর এমন বক্তব্য নজর কেড়েছে অভিনেতা আরশের। এ ব্যাপারে সরাসরি কথা না বললেও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন তিনি। লিখেছেন, ‘ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।’