• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

ভোঁদড় দিয়ে মাছ শিকারের গল্প ‘লতিকা’

প্রকাশিত: ১০:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ভোঁদড় দিয়ে মাছ শিকারের গল্প ‘লতিকা’

ভোঁদড় দিয়ে মাছ শিকারের গল্প ‘লতিকা’

সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘লতিকা’। প্রথমটি ইংল্যান্ডের লন্ডন শহরে, সেপ্টেম্বর ২৭ থেকে ৫ অক্টোবরের মধ্যে। এসময় অনুষ্ঠিতব্য ‘অ্যানিম্যাল নেচার ফিউচার ফিল্ম ফেস্টিভ্যাল’-এর মূল প্রতিযোগিতায় লড়বে। অন্য উৎসবটি আজারবাইজানের প্রধান শহর বাকুতে। ১ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ডকুবাকু ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রতিযোগিতায়ও থাকছে ছবিটি।
নির্মাতার ভাষায়, ‘এই দুটি উৎসবে প্রথম বাংলাদেশি নির্মাতা হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, যা আমার জন্য অত্যন্ত গর্বের।’  

ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি এর আগে সুইজারল্যান্ডের ভিশনস ডু রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিল্ম মার্কেট’, ইংল্যান্ডের ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব, চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব, লন্ডন ডিভি চলচ্চিত্র উৎসব এবং মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের শর্ট কম্পিটিশনে প্রতিযোগিতা করেছে। 

নির্মাতা জানান, ‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় প্রাণী দিয়ে মাছ শিকার করা জেলে। তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে টানাপড়েনের সংসারের জীবনচিত্র উঠে আসে এতে।