• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

পাকিস্তানের সমুদ্রসীমায় মিললো তেল-গ্যাসের বিশাল মজুত

প্রকাশিত: ১১:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের সমুদ্রসীমায় মিললো তেল-গ্যাসের বিশাল মজুত

পাকিস্তানের সমুদ্রসীমায় মিললো তেল-গ্যাসের বিশাল মজুত

পাকিস্তানের আঞ্চলিক সমুদ্রসীমায় তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ পাওয়া গেছে। এতে করে অর্থ সংকটে থাকা দেশটির ভাগ্য পরিবর্তনের আশা করা হচ্ছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

ওই কর্মকর্তা জানান, একটি বন্ধুত্বপূর্ণ দেশের সহযোগিতায় তিন বছরের সমীক্ষার পর জলসীমায় এই মজুত পাওয়া গেছে। এছাড়া পাকিস্তানের ভৌগোলিক জরিপ কর্তৃপক্ষও বিশাল এই মজুতের অবস্থান খুঁজে পেতে সাহায্য করেছে।

এই প্রচেষ্টাকে সুনীল অর্থনীতি থেকে সুবিধা অর্জনের উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি জানান, দরপত্র ও অনুসন্ধানের প্রস্তাবগুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই অনুসন্ধান কাজ শুরু হতে পারে।

তবে তিনি এও বলেন, কূপ খনন ও তেল উত্তোলনের কাজ করতে কয়েক বছর লেগে যেতে পারে।

সুনীল অর্থনীতি থেকে শুধু তেল ও গ্যাস নয়, আরো বেশি ফল পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন পাকিস্তানি কর্মকর্তারা। তারা বলছেন, সমুদ্র থেকে আরো অনেক মূল্যবান খনিজ ও উপাদান আহরণ করা যেতে পারে। ওই কর্মকর্তা বলেন, দ্রুত উদ্যোগ নিলে এবং সঠিকভাবে কাজ করলে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে।

কিছু অনুমান অনুসারে, এই আবিষ্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল ও গ্যাস মজুত হতে পারে। বর্তমানে তেল মজুতে শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। দেশটির প্রায় ৩.৪ বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। সর্বাধিক অপরিশোধিত শেল তেলের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে। সৌদি আরব, ইরান, কানাডা ও ইরাক শীর্ষ পাঁচের বাকি অংশ পূরণ করে।