ইউক্রেনের হাউইটজার কামান ধ্বংস করলো রাশিয়া
যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পাঠানো অত্যাধুনিক হাউইটজার কামান ধ্বংসের দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী।
শনিবার (৭ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার উত্তরে তাদের সেনাদল গ্র্যাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে সীমান্তের কাছে কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনের সেনা অবস্থান ধ্বংস করেছে।
মন্ত্রণালয় বলেছে যে, ফরোয়ার্ড রিকনেসান্স গ্রুপ এবং মনুষ্যবিহীন বিমানের সহযোগিতায় ব্যাটলগ্রুপ নর্থের গ্র্যাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের ক্রুরা শত্রুর অবস্থান, দুর্গ এবং পর্যবেক্ষণ পোস্টগুলোতে হামলা চালায়। আর্টিলারিরা ইউক্রেনের সাঁজোয়া যান এবং হিট-এন্ড-রান কৌশলের জন্য ব্যবহৃত রুটেও হামলা চালায়।
কল সাইন নেভা নামে পরিচিত একজন ব্যাটারি কমান্ডার বলেন, ‘আমরা কনভয়গুলিকে আঘাত করি। আমরা যুক্তরাজ্যের তৈরি এম ৭৭৭ হাউইটজার ধ্বংস করেছি। আমাদের ট্যাঙ্কও ছিল। আক্ষরিকভাবে অন্য দিন একটি ট্যাঙ্কেও আঘাত করা হয়েছিল।’
কল সাইন বালু নামে পরিচিত একজন প্লাটুন কমান্ডার বলেন, ‘কখনও কখনও আমরা দিনরাত কাজ করি। পরিস্থিতি এখন এমন যে শত্রুকে মারতে হবে, তাড়াতে হবে। আমরা শেষ পর্যন্ত যেতে প্রস্তুত। গত কয়েক সপ্তাহে অনেক শত্রু ধ্বংস হয়েছে।’