রাতের আঁধারে ভারতে ঢুকে যা করছিলেন ৪ বাংলাদেশি
ভারতের ত্রিপুরায় সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে রাজ্যটির ধর্মনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ঐ ৪ বাংলাদেশিকে আদালতে হাজির করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইউসুফ আলী, পারুল বেগম এবং জেসমিন আক্তার। শুক্রবার রাতে ভারতে প্রবেশ করেন তারা।
ত্রিপুরার সংবাদমাধ্যম ত্রিপুরা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ত্রিপুরায় চার বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
ত্রিপুরা পুলিশ বলছে, বাংলাদেশের একটি শহরের কাছের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর উনাকোটি জেলার কুমারঘাটে ঘুরে বেড়াতে দেখা যায় ঐ ৪ বাংলাদেশিকে। ত্রিপুরায় প্রবেশের পর সারারাত অটোরিকশায় করে ঘুরে বেড়িয়েছেন। পরে ধর্মনগর শহরের এলআইসি অফিসের কাছে তাদের নামিয়ে দেওয়া হলে টহল কর্মকর্তাদের মাঝে সন্দেহ সৃষ্টি হয়। তারা জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশের তথ্য পান।
জিজ্ঞাসাবাদে ঐ বাংলাদেশিরা জানান, ঢাকার রুবেল নামে এক ব্যক্তি তাদের অবৈধভাবে ভারতে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছে। ভারতের বেঙ্গালুরুতে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল সে। চুক্তি অনুযায়ী, বেঙ্গালুরুতে পৌঁছানোর পর রুবেলকে টাকা দেওয়ার কথা ছিল তাদের।
ত্রিপুরা পুলিশের এক কর্মকর্তা বলেন, কর্মসংস্থানের সন্ধানে ভারতে পাড়ি জমানো বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। ত্রিপুরা পুলিশ তাদের আটকের পর আদালতে হাজির করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।