• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

সহিংসতায় উত্তপ্ত মণিপুর, নিহত ৫

প্রকাশিত: ১১:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৪

সহিংসতায় উত্তপ্ত মণিপুর, নিহত ৫

সহিংসতায় উত্তপ্ত মণিপুর, নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে রাজ্যের জিরিবাম জেলায় কুকি ও মেইতেই সম্প্রদায়ের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধে এই প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, একদল অস্ত্রধারী প্রথমে অপর একটি দলের ঘুমন্ত সদস্যদের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করে। পরে উভয়ই পক্ষের মধ্যে গোলাগুলি হলে আরো ৪ জনের মৃত্যু হয়। 

গত বছরের মে মাস থেকে মণিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে জাতিগত সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে ইতিমধ্যে ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছেন। 

গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। কিন্তু গত রোববার বন্দুক ও ড্রোন হামলায় দুজনের মৃত্যুর পর পরিস্থিতির ফের অবনতি ঘটে। এ ঘটনায় আসাম রাইফেলস ও সেনাবাহিনী ছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশের ৬০ হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তা সত্ত্বেও শনিবার নতুন দফা সহিংসতার ঘটনাটি সামনে এলো।

এ ঘটনার পর, নিরাপত্তার স্বার্থে শনিবার রাজ্যের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস