• ০৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পদক জিতলেন ৩ বাংলাদেশি তরুণ

প্রকাশিত: ০৯:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৪

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পদক জিতলেন ৩ বাংলাদেশি তরুণ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পদক জিতলেন ৩ বাংলাদেশি তরুণ

মালয়েশিয়া ইয়ং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (এমওয়াইএসও) অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-Z’ এর তিন তরুণ।
গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে ৩ তরুণ উদ্ভাবক আইটি ও রোবটিক্স দুটি বিভাগে স্বর্ণপদক এবং একটি বিশেষ পুরস্কার হিসেবে এ অ্যাওয়ার্ড পান।

তারা হলেন- ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ।

মালয়েশিয়া ইয়ং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (এমওয়াইএসও) অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-Z’ এর তিন তরুণ।

মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের (আইওয়াইএসএ) যৌথভাবে এই আইটি ও রোবটিক্স প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩০০ উদ্ভাবক দল অংশগ্রহণ করে।

বিজয়ী তিন উদ্ভাবক ডেইলি বাংলাদেশকে জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশের উদ্ভাবক দল ক্যালিব্রেটর-Z শুধু এবারই নয়, এর আগেও বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবোটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড জয় করে।