শান্ত-মিরাজদের অভিনন্দন জানালেন মাশরাফী-তামিম
স্পিনার আবরার আহমেদের ফুল লেন্থের বল সামনে এগিয়ে মারলেন সাকিব আল হাসান। কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে রচিত হল ইতিহাস। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের পর আনন্দে ভাসছে গোটা দেশ। গণমাধ্যমে টাইগারদের বন্দনায় প্রচারিত ও প্রকাশিত হচ্ছে নানারকম সংবাদ। ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে পাচ্ছেন শুভেচ্ছাবার্তা। সতীর্থদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবাল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী তার ফেসবুক পেজে লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ।’
আপাতত স্বেচ্ছায় জাতীয় দলের বাইরে থাকা আরেক সাবেক অধিনায়ক তামিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এটা স্রেফ দুর্দান্ত...২৬ রানে ৬ উইকেট হারানো থেকে ২-০ ব্যবধানে সিরিজ জয়! কী অসাধারণ প্রত্যাবর্তন! দলকে অনেক অভিনন্দন...এটা অনেক দিন স্মরণ রাখা হবে।’