• ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছেন না শান্ত

প্রকাশিত: ১৪:২২, ৪ সেপ্টেম্বর ২০২৪

আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছেন না শান্ত

আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছেন না শান্ত

‘সিরিজ জয়ের তাৎপর্য অনেক। ভাষায় প্রকাশ করা সম্ভব না। সত্যিই আমি আমন্দিত। এখানে আমরা জিততে চেয়েছিলাম। আমাদের পেসাররা  সবাই যেভাবে নিজেদের কাজটা করেছে, তাতে আমি ভীষণ খুশি।’
পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান মাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের অধিনায়ক খেলোয়াড়দের সকলের যার যার কাজের প্রতি সৎ ও জয়ের মানসিকতার ভূয়সী প্রশংশা করেন।

রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সব উইকেটই পেসারদের দখলে ছিল। বল হাতে আগুন ঘরিয়েছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের কাজটা ঠিকঠাক সামলেছেন তাসকিন আহমেদ। 

তাদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘আমাদের পেসাররা যেভাবে তাদের ধারা বজায় রেখেছিল তা খুবই আকর্ষণীয় ছিল। সেই কারণেই আমরা ফলাফল পেয়েছি। সবাই নিজেদের কাজে সৎ ছিল এবং তারা জিততে চায়। আমি আশা করি তারা নিজেদের এমন ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ’ 

স্কোয়াডে থাকলেও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যান মাহমুদুল হাসান জয়। তার অনুপস্থিতি সত্ত্বেও ওপেনিংয়ে সুযোগ পেয়েই তার যথার্থ ব্যবহার করেন সাদমান ইসলাম ও জাকির হাসান। দুই ওপেনার প্রসঙ্গে টাইগার অধিনায়কের ভাষ্য, ‘প্রথম টেস্টে সাদমান যেভাবে ব্যাট করেছিল, তা দুর্দান্ত ছিল। এমনকি জাকিরও এই টেস্টে ইতিবাচক মানসিকতা দেখিয়ে আমাদের খেলায় গতি এনে দিয়েছে। ’ 

আগামী সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পর ভারতের মাটিতেও দল ভালো করবে বলেই বিশ্বাস করেন শান্ত। তিনি এ ব্যাপারে বলেন, ‘পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়।’