স্কোয়াশের আন্তর্জাতিক আসরে অংশ নেবে বাংলাদেশ
প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। সিনিয়র, জুনিয়র এবং নারী ইভেন্টে অংশ নিতে চলতি মাসেই খেলোয়াড়রা দেশ ছাড়বেন।
নেপালে আগামী ১১-১৫ সেপ্টেম্বর শুরু হবে আসর। এ লক্ষ্যে ১০ সেপ্টেম্বর স্কোয়াশ খেলোয়াড়রা হিমালয়ের দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন। নারী দল পাঠানোকে দেশের স্কোয়াশের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন। টুর্নামেন্ট শেষে ১৬ সেপ্টেম্বর সকল খেলোয়াড় দেশে ফিরবেন।
দেশের ক্ষমতার পালাবদলের প্রেক্ষিতে খেলাধুলার সকল ধরনের ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ ছিল। আন্তর্জাতিক আসরে অংশ নেয়ার ক্ষেত্রে জেগেছিল খানিক শঙ্কা। অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে গত ৯ আগস্ট কোর্টে ফেরে স্কোয়াশ। সেদিনই আন্তর্জাতিক আসরে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছিল ফেডারেশন।