ম্যানসিটির হোঁচটের সুযোগ কাজে লাগিয়ে শীর্ষে লিভারপুল
নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে পূর্ণ পয়েন্ট পাওয়ার সুযোগ হাতছাড়া করে ম্যানচেস্টার সিটি। ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন্সদের সেই হোঁচট খাওয়ার সুযোগ কাজে লাগিয়েছে লিভারপুল। প্রতিপক্ষ উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন অলরেডরা।
৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। সমান ম্যাচে দুই নম্বরে থাকা সিটির পয়েন্ট ১৪। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে আর্সেনাল তিনে আছে। ১৩ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে চেলসি।
মলিনাক্স স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইব্রাহিমা কোনাতের লক্ষ্যভেদে লিভারপুল লিড পায়। ৫৬ মিনিটে রায়ান আইত-নূরি বল জালে জড়িয়ে উলভারহ্যাম্পটনকে সমতায় ফেরান। পাঁচ মিনিট পর পেনাল্টি কিকে অতিথি দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ।
এর আগে সেন্ট জেমস পার্কে জোসকো গ্যাভারদিওলের নিশানাভেদে ৩৫ মিনিটে এগিয়ে যায় সিটি। বিরতির পর ৫৮ মিনিটে স্পটকিকে অ্যান্টনি গর্ডন ম্যাচে সমতা টানেন।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লেস্টার সিটিত বিপক্ষে ৪-২ গোলে জিতেছে আর্সেনাল। একই ব্যবধানে ব্রাইটনকে হারিয়েছে চেলসি।