• ১৭ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ
১৯ মে থেকে উচ্চ আদালতে আইনজীবীদের কোর্ট-গাউন পরতে হবে

১৯ মে থেকে উচ্চ আদালতে আইনজীবীদের কোর্ট-গাউন পরতে হবে

প্রচণ্ড গরমে দেশের অধস্তন আদালতের পর উচ্চ আদালতে মামলার শুনানির সময়ে আইনজীবীদের পোশাক পরিধানে শিথিলতা জারি করে বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এর ফলে রোববার (১৯ মে) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলার শুনানির সময়ে আইনজীবীদের কোর্ট-গাউন উভয়ই পরিধান করতে হবে। বুধবার (১৬ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ আদালতের উভয় বিভাগের আইনজীবীদের কালো কোটের ওপর কালো গাউন পরিধানে বাধ্যবাধকতায় শিথিলতা জারি করে। সেই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে নতুন করে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানির সময় আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করা হলো। এ নির্দেশনা ১৯ মে থেকে কার্যকর হবে। এর আগে গত ৪ এপ্রিল পৃথক এক বিজ্ঞপ্তি দিয়ে অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়। গত বছরের ১৪ মে থেকে অক্টোবর পর্যন্ত পোশাকে শিথিলতা জারি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

আদালত বিভাগের সব খবর

সর্বশেষ