• ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা করবে সরকার। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। তিনি প্রশ্ন রেখে বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে। এসময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। এর আগে সকালে রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন সরকারপ্রধান।

প্রথম সপ্তাহে ৪২ কোটি আয় করল ব্যাড নিউজ

প্রথম সপ্তাহে ৪২ কোটি আয় করল ব্যাড নিউজ

শুরুটা ভালো হলেও, এমনকি প্রথম দিনের আয়ে উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইককে ছাপিয়ে গেলেও প্রথম সপ্তাহের শেষে ভিকি কৌশলের ক্যারিয়ারের সব থেকে বেশি আয় করা ছবি হিসেবে থেকে গেল আদিত্য ধর পরিচালিত ছবিটি। ভিকি কৌশল অভিনীত উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিটি যে বেঞ্চমার্ক তৈরি করে রেখেছিল সেটাকে টপকাতে পারল না ব্যাড নিউজ। উরি ৮ দিনের মাথায় ৭১ কোটি ৫৪ লাখ টাকা আয় করেছিল। সেখানে ব্যাড নিউজ ছবিটি প্রথম ৮ দিনে মাত্র ৪২ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। তবে উরিকে টপকাতে না পারলেও জারা হাটকে জারা বাঁচকে এবং স্যাম বাহাদুর ছবি দুটোর আয়কে ছাপিয়ে গিয়েছে এই রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিটি। জারা হাটকে জারা বাঁচকে ছবিটি প্রথম সপ্তাহের শেষে ৩৭ কোটি ৩৫ লাখ টাকা আয় করেছিল। অন্যদিকে স্যাম বাহাদুর ৩৮ কোটি ৮০ লাখ টাকা আয় করেছিল। ফলে ভিকির ক্যারিয়ারে আপাতত প্রথম সপ্তাহের আয়ের নিরিখে সব থেকে বেশি ব্যবসা করা ছবি হিসেবে রইল ব্যাড নিউজ। ভিকি কৌশলকে আগামীতে ছাবা ছবিতে দেখা যাবে। লক্ষ্মণ উটেকরের এই ছবিতে তিনি ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দেবেন। তার সঙ্গে থাকবেন রাশমিকা মন্দানা। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। এছাড়া লাভ অ্যান্ড ওয়ার ছবিতে দেখা যাবে তাকে। সঞ্জয় লীলা বানসালির সেই ছবির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ব্যাড নিউজ ছবিটি ১৯ জুলাই মুক্তি পেয়েছে। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে দেখা যাচ্ছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে এই ছবিতে। ব্যাড নিউজ ছবিটি কেমন লাগবে দর্শকদের সেটা ধীরে ধীরে বোঝা যাবে কিন্তু আপাতত এই ছবির একাধিক গান রীতিমতো হিট করে গিয়েছে। এমনকি তওবা তওবা তো ট্রেন্ডিং সে গান হিসেবে হোক বা হুক স্টেপ হিসেবে।

সিরাজগ‌ঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগ‌ঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল দুর্ঘটনায় মোছা. ফাতেমা খাতুন (৪৫) নামে এক প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দি‌কে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন উপজেলার গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মোতালেব হোসেনের স্ত্রী। নিহতের ছোট ভাই মোস্তাক আহম্মেদ জানান, সকালে বড় ভাই ও ভাবি মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাওয়ার পথে আসানবাড়ি এলাকায় গাড়ির সামনে একটি শিয়াল এসে ধাক্কা দেয়। এতে বড় ভাই ও ভাবি গুরুতর আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করেন। এ সময় ভাবিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দুপুর ২টার দি‌কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে, স্কুল শিক্ষক ফাতেমা খাতুনের মৃত্যুতে এলাকায় শো‌কের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান।

মেট্রোরেল কমপ্লিট শাটডাউনেও চলবে

মেট্রোরেল কমপ্লিট শাটডাউনেও চলবে

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির মধ্যেও যথারীতি মেট্রোরেল চলবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (১৭ জুলাই) রাতে ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। মেট্রোরেল ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গত কয়েকদিন ধরে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। ফলে নগরবাসীসহ অফিসগামী চাকরিজীবীরা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসার যানবাহন হয়ে উঠেছে এই মেট্রোরেল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত প্রতিদিন মেট্রোরেলে প্রায় তিন লাখ যাত্রী চলাচল করেন। কিন্তু গত কয়েক দিনে প্রতিদিন সাড়ে তিন লাখ থেকে তিন লাখ ৬০ হাজার যাত্রী মেট্রোতে চলাচল করেছেন। এর মধ্যে মতিঝিল, সচিবালয়, কারওয়ান বাজার ও উত্তরা উত্তর স্টেশনে সবচেয়ে বেশি যাত্রী ছিল।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। বুধবার (২৪ জুলাই) লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার রেট বাংলাদেশি টাকায় কত চলছে অথবা বিভিন্ন দেশের টাকার মূল্যের বিনিময় হার বাংলাদেশি টাকায় কত চলছে তা তুলে ধরা হলো। বৈদেশিক মুদ্রা - বাংলাদেশি (ব্যাংক রেট) - বিকাশ রেট মার্কিন ১ ডলার - ১১৯.১৫ টাকা ১১৮.৪৪ টাকা সৌদির ১ রিয়াল - ৩১.৩৪ টাকা ৩১.৩৪ টাকা মালয়েশিয়ান ১ রিংগিত- ২৫.২০ টাকা ২৫.০৫ টাকা ব্রুনাই ১ ডলার - ৮৭.৬৮ টাকা ৮৭.৬৮ টাকা ইতালিয়ান ১ ইউরো - ১২৯.৫৬ টাকা ১২৯.৩০ টাকা ব্রিটেনের ১ পাউন্ড - ১৫৪.১২ টাকা ১৫৪.১২ টাকা ইউরোপীয় ১ ইউরো - ১২৯.৫৬ টাকা ১২৯.৫৬ টাকা অস্ট্রেলিয়ান ১ ডলার - ৭৯.৯৯ টাকা ৭৯.৫১ টাকা নিউজিল্যান্ডের ১ ডলার - ৭১.৩০ টাকা ৭০.৯১ টাকা সিঙ্গাপুরের ১ ডলার - ৮৮.১১ টাকা ৮৭.৫৯ টাকা ইউ এ ই ১ দিরহাম - ৩২.২৯ টাকা ৩২.২৯ টাকা ওমানি ১ রিয়াল - ৩০৭.৫০ টাকা ৩০৭.৫০ টাকা কানাডিয়ান ১ ডলার - ৮৬.৮৬ টাকা ৮৬.৩৪ টাকা কাতারি ১ রিয়াল - ৩২.৩৬ টাকা ৩২.৩৬ টাকা কুয়েতি ১ দিনার - ৩৮৭.৮৭ টাকা ৩৮৭.৮৭ টাকা বাহরাইনি ১ দিনার - ৩১৪.৫৮ টাকা ৩১৪.৫৮ টাকা দক্ষিণ আফ্রিকান ১ রান্ড - ৬.৪৫ টাকা ৬.৪৫ টাকা জাপানি ১ ইয়েন - ০০.৭৫১ টাকা ০.৭৫১ টাকা চাইনিজ ১ ইউয়ান - ১৬.১৮ টাকা ১৬.১৮ টাকা সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ - ১৩২.২০ টাকা ১৩০.৫৯ টাকা ইন্ডিয়ান ১ রুপি - ১.৩৯ টাকা ১.৩৯ টাকা দক্ষিণ কোরিয়ান ১ ওন - ০.০৮৫৬ টাকা ০.০৮৫৪ টাকা ইউক্রেন ১ রিভনিয়া - ২.৯৭ টাকা ২.৯৭ টাকা উল্লেখ্য, যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। কখন টাকা পাঠালে আপনি বেশি বা কম লাভবান হবেন? অবশ্যই যখন টাকার রেট বেশি থাকে তখন টাকা পাঠিয়ে থাকলে আপনি লাভবান হতে পারবেন। প্রতিনিয়তই টাকার রেট উঠানামা করে, এর জন্য আপনাকে সব সময় নজর রাখতে হবে কখন টাকার মান বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি আপনি আপনার রেমিটেন্স প্রবাস থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকেন তাহলে আপনি বেশি লাভবান হবেন। প্রতিদিনের টাকার রেট এর আপডেট জানতে আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করুন। এদিকে, সব সময় ডলারের মান বা টাকার রেট এক থাকে না। কিছু কিছু সময় ডলারের মান বেশি হয়ে থাকে আবার কিছু কিছু সময় অনেক কম হয়ে থাকে। এজন্য আপনাকে অবশ্যই প্রতিদিনের টাকার রেট সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিনের বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশের মুদ্রা চালু হয় কবে? বাংলাদেশে প্রথম কাগুজে নোট চালু করা হয়েছিল ১৯৭২ সালের ৪ মার্চ। ওই দিন প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়। এর আগ পর্যন্ত লেনদেনে পাকিস্তানি রুপি ব্যবহার করা হতো। কেউ কেউ ভারতীয় রুপিও গ্রহণ করতেন। এসব নোটে স্বাধীন বাংলাদেশের মানচিত্র মুদ্রিত ছিল। এরপর ১৯৭২ সালের ২ মে ১০ টাকা মূল্যমানের নোট এবং ২ জুন বাজারে আসে ৫ টাকা মূল্যমানের নোট। সে সময় ১ মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান সাড়ে ৭ টাকা থেকে ৮ টাকার মধ্যে নির্ধারণ করা হয়। কোন দেশে টাকার মান সবচেয়ে বেশি? কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে কুয়েতি দিনার বিশ্বের সর্বোচ্চ মুদ্রা হিসেবে রয়ে গেছে। দেশের অর্থনীতি প্রধানত তেল রপ্তানির উপর নির্ভরশীল। কারণ এটি বিশ্বের বৃহত্তম রিজার্ভগুলির একটি।

বিদায়ী অর্থবছর যে কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি জন্য দায়ী

বিদায়ী অর্থবছর যে কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি জন্য দায়ী

গত অর্থবছরজুড়ে নানা উদ্যোগ নিলেও নিয়ন্ত্রণে আসেনি দেশের মুদ্রাস্ফীতি। উল্টো নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে বহু গুণ। সম্প্রতি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৩-২০২৪ অর্থবছরে টাকার উল্লেখযোগ্য অবমূল্যায়নের কারণে দেশীয় অর্থনীতি লাভবান হতে পারেনি, যা পরবর্তীতে আমদানি মূল্য ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য দায়ী। গত অর্থবছরের তাদের সর্বশেষ মুদ্রানীতি পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশ ব্যাংক বলেছে যে কাঁচামাল আমদানি শুল্ক, গ্যাস, জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী এবং বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশের অভাবের কারণে উচ্চ মূল্যস্ফীতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, আগামী মুদ্রানীতিতে অনুৎপাদনশীল খাতে বা বিলাসী খাতে আমদানি আরো নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এসব খাতে ঋণের সুদহারও কিছুটা বাড়ানো হবে। এতে টাকার প্রবাহ কমে মূল্যস্ফীতি কমবে। বাংলাদেশ ব্যাংক চলতি মাসে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধ অর্থাৎ জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত সংকুলানমুখী মুদ্রানীতির ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধেও থাকবে। অথ্যাৎ মুদ্রাস্ফীতি ঠেকাতে আসন্ন মুদ্রানীতিতে ব্যাংকটি আবারো কঠোর অবস্থান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। এর আগে গত ১৭ জানুয়ারি ২০২৩-২০২৪ অর্থবছরের দ্বিতীয় ষান্মাসিকের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণাকালে নীতি সুদহার ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত মতে নীতি সুদহার ৭.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়। এর ফলে টাকার সরবরাহ কমানোর কথা ছিল। কিছুটা নগদ টাকা কমলেও মূল্যস্ফীতি না কমে উল্টো বেড়েছে। এ কারণে মুদ্রাস্ফীতি মাঝারি মেয়াদে টেকসইভাবে ৭. ৫ শতাংশ লক্ষ্যমাত্রার কাছাকাছি আনতে মুদ্রানীতিকে দীর্ঘ সময়ের জন্য কঠোর অবস্থানে থাকতে হবে। অর্থনীতিবিদদের মতে, বর্তমানে বিশ্বে চলামান সংঘাত বিশেষ করে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব এবং মধ্যপ্রাচ্যে অশান্তি বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করছে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে দেশের অর্থনীতিতেও এর প্রভাব থেকে যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আর্থিক খাতে শৃঙ্খলা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে একটি রোড ম্যাপ প্রস্তুত করছে। আশা করা হচ্ছে এই পদক্ষেপ দেশরে অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধি বৃদ্ধি এবং আর্থিক স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখবে। সূত্র: ফাইবারটুফ্যাশন

সোনায় এত উত্থান-পতন যে কারণে

সোনায় এত উত্থান-পতন যে কারণে

চলতি বছরের শুরু থেকেই দেশের সোনার বাজারে চলছে উত্থান-পতন। ১৫ জুলাই পর্যন্ত মোট ৩২ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে ১৭ বারই বাড়ানো হয়েছে দাম, কমানো হয়েছে ১৫ বার। সবশেষ দাম সমন্বয়েও সোনার দাম বাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে দাম ঊর্ধ্বমুখী থাকলে সামনে দেশের বাজারে আরো বাড়বে দাম। প্রাচীন কাল থেকেই সোনাকে বলা হয়, অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। হয়ত সে কারণেই এর মূল্য কখনো শূন্যে নামেনি। বরং দিন যত যাচ্ছে, ততই বাড়ছে এর মূল্য। চলতি বছরের শুরু থেকে১৫ জুলাই পর্যন্ত ৩২ বার সোনার দাম সমন্বয় করেছে (বাজুস)। এর মধ্যে ১৭ বারই বাড়ানো হয়েছে দাম, কমানো হয়েছে ১৫ বার। বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালজুড়ে মোট ২৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এ বছর এরই মধ্যে সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৭ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৫ বার। দেশের বাজারে সোনার দামের এমন ঘন ঘন পরিবর্তন মূলত বিশ্ববাজারের দামের কারণেই ঘটছে। রোববার স্পট মার্কেটে সোনার দাম অবস্থান করছিল ২ হাজার ৪১১ দশমিক ৪৪ ডলারে। আর গত এপ্রিল মাসে বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়েছিল সোনার দাম। ঊর্ধ্বমুখী প্রবণতায় গত ১২ এপ্রিল লেনদেনের এক পর্যায়ে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম উঠে যায় ২৪৩১ দশমিক ৫১ ডলারে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ও বাজুস সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠা-নামা এবং স্থানীয় বাজারে তার প্রতিফলন-এটিই সোনার দামের এমন উত্থান-পতনের মূল কারণ। সামনে বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়বে। আর কমলে দেশের বাজারেও কমবে। ২০২৩ সালজুড়ে মোট ২৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। অর্থনীতিবিদরা বলছেন, অস্থিতিশীল বিশ্ববাজারের জন্যই দেশের বাজারে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, দেশে সোনার দামের ঘন ঘন পরিবর্তনের মূল কারণ বিশ্ববাজারে দামের অস্থিতিশীল অবস্থা। বিশ্ববাজারে সোনার দাম অনুযায়ী স্থানীয় বাজারে সমন্বয় করার প্রয়োজন হয়। তা না হলে, সোনা পাচার হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। কিন্তু ঘন ঘন সোনার দাম ওঠা-নামা করাও আশঙ্কার বিষয়। এতে এ বাজারে বিনিয়োগকারী কমবে। তিনি আরো বলেন, চলতি বছর সোনার বাজার ঊর্ধ্বমুখীই বেশি। আস্তে আস্তে এ বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এইটা খুব চিন্তার বিষয় এ খাতের ভবিষ্যতের জন্য। পাশাপাশি দেশের স্বর্ণ খাত আস্তে আস্তে যখন আলো দেখতে পাচ্ছিল এবং বিশ্ববাজারে দেশের সোনার গহনার রফতানি শুরু হয়, তখন বিশ্ববাজারের এই পরিস্থিতির জন্য দেশের এ খাত হুমকির মুখে পড়ছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠা-নামা এবং স্থানীয় বাজারে তার প্রতিফলন-এটিই সোনার দামের এমন উত্থান-পতনের মূল কারণ। এদিকে, ঘন ঘন সোনার দাম সমন্বয়ের কারণে অস্বস্তিতেও রয়েছেন ব্যবসায়ীরাও। সোনার দামের এই ঘন ঘন পরিবর্তনে বেচাকেনায় ভাটা পড়েছে তাদের। রাজধানীর তাঁতিবাজারে সোনা ব্যবসায়ী বিপ্লব জানান, ঘন ঘন দাম পরিবর্তন আর রেকর্ড দামে কমে গেছে বেচাবিক্রি। কারণ শুধু সোনা কিনলেই হয় না। গহনা গড়তে মজুরি রয়েছে। এখানে বেড়ে যায় দাম। ফলে পরিমাণে কম কিনছে মানুষ। এমন পরিস্থিতি এড়াতে মাসভিত্তিক সোনার দাম নির্ধারণ করার বিষয়ে বাজুসের সহ-সভাপতি মাসুদুর রহমান জানিয়েছিলেন, বিশ্ববাজারে দাম স্থিতিশীল না হলে কখনোই দেশের বাজারে সোনার দাম মাসব্যাপী এক রাখা সম্ভব না। আর বিশ্ববাজারে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ওঠানামা করে সোনার দাম। এ কারণে দেশের বাজারে কখনোই সোনার দাম মাসব্যাপী এক রাখা সম্ভব না। ঘন ঘন সোনার দাম সমন্বয়ের কারণে বেচাকেনায় ভাটা পড়েছে ব্যবসায়ীদের। সবশেষ ১৫ জুলাই সোনার দাম ভরিতে ১ হাজার ১৯০ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকায়। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৮১ হাজার ২২৯ টাকায়। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিক সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত হচ্ছে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

প্রকাশ্যে সৃজিতের ‘শার্লক হোমস’ সিনেমার ফার্স্ট লুক

প্রকাশ্যে সৃজিতের ‘শার্লক হোমস’ সিনেমার ফার্স্ট লুক

টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। কাজ করছেন তিনি বলিউডেও। তার হাত ধরে বলিউডে আসছে শার্লক হোমস সিনেমা। যদিও খবরটি খুব নতুন নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন সৃজিত। সেখানে দেখা যায়, কয়েকটি ব্লক বসিয়ে তৈরি করা হয়েছে শার্লক হোমসের ছবি। মাথায় টুপি, সন্দিহান আড় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শার্লক হোমস; যেখানে এই কালজয়ী গোয়েন্দার চরিত্রে দেখা গেছে কে কে মেননকে। সৃজিত এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সব ছবিগুলোকে একসঙ্গে জুড়ে ফেলুন আর আপনি বুঝতে পারবেন, একমাত্র এই মানুষটাই সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ বলা যায় সৃজিতের শার্লক হোমসের ফার্স্ট লুক এটাই। ছবিতে মূখ্য চরিত্রে দেখা যাবে এই শার্লক হোমস-রূপী কে কে মেননকেই। এছাড়াও শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে। স্যার আর্থার কোনাল ডয়েলের গল্প থেকে অনুপ্রাণিত এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে জিও সিনেমাতে। অধীর আগ্রহে এই ছবির জন্য অপেক্ষায় আছেন বলে অভিনেতার পোস্টে অনেকে মন্তব্য করেছেন। গত বছর থেকেই পরিচালক শ্যুটিং শুরু করেছেন বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে। উল্লেখ্য, সম্প্রতি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শ্যুটিং শেষ করেছেন সৃজিত। ‘এক রুকা হুয়া ফয়সালা’ নামের একটি নাটক থেকেই তৈরি হয়েছে এই ছবিটির চিত্রনাট্য। ছবিটির প্রযোজনায় রয়েছে এসভিএফ। মুখ্য ভূমিকায় রয়েছেন, কৌশিক গাঙ্গুলি ও পরমব্রত চ্যাটার্জি।

টিভিতে আজকের খেলা (২৬ জুলাই ২০২৪)

টিভিতে আজকের খেলা (২৬ জুলাই ২০২৪)

মেয়েদের এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আজ। মেজর লিগ ক্রিকেট সান ফ্রান্সিসকো-ওয়াশিংটন সকাল ৬-৩০ মি., সনি স্পোর্টস ৫ মেয়েদের এশিয়া কাপ বাংলাদেশ-ভারত বেলা ২-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি শ্রীলঙ্কা-পাকিস্তান সন্ধ্যা ৭-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি এজবাস্টন টেস্ট-১ম দিন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ প্যারিস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান রাত ১১-৩০ মি., স্পোর্টস ১৮-১ দ্য হানড্রেড নর্দার্ন-ট্রেন্ট (নারী) রাত ৮টা, সনি স্পোর্টস ৫ নর্দার্ন-ট্রেন্ট (পুরুষ) রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫ গ্লোবাল টি-টোয়েন্টি বাংলা টাইগার্স-মন্ট্রিয়ল রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ ব্র্যাম্পটন-সারে রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

#

ফেব্রুয়ারিতে চালু ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু, যেসব সুবিধা হবে

#

এবারের নির্বাচন পাতানো ছিল না : কাদের!

#

আগামী সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল!

#

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ!

#

বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্টকার্ড দিচ্ছে ইসি!