• ১৭ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

শাবিপ্রবিতে শিকড়ের মিলনের সুর, থাকছে নানা আয়োজন

প্রকাশিত: ০৬:৫৪, ২ মে ২০২৪

শাবিপ্রবিতে শিকড়ের মিলনের সুর, থাকছে নানা আয়োজন

শাবিপ্রবিতে শিকড়ের মিলনের সুর, থাকছে নানা আয়োজন

‘এসো মিলি প্রাণের বন্ধনে, দেখা হবে শিকড়ের টানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ আয়োজন করেছে দ্বিতীয় পুনর্মিলনী। আগামী ২ ও ৩ মে দুই দিনব্যাপী আয়োজিত হবে এই অনুষ্ঠান।
বুধবার (১ মে) বিকালে ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, অনুষ্ঠানের প্রথমদিন বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যদের সুভিনিয়র প্যাক ও টিশার্ট বিতরণ, দুপুর ১টায় কেক কাটা ও র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। এরপর বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় মিলনায়তনে ‘ভব সাগরের নাইয়া’ পরিবেশন এবং সন্ধ্যায় সাড়ে ৬টায় সংগঠনটির অগ্রজদের স্মৃতিচারণ ও পরিবেশনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (৩ মে) সকাল ১১টায় বাস্কেটবল মাঠে  খেলাধুলার ইভেন্ট এবং বিকাল ৪টায় বিনোদনমূলক ইভেন্ট ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলা গানের ব্যান্ড ‘আভাস’ সংগীত পরিবেশনা করবেন। এছাড়া ক্ল্যাসিক্যাল সংগীত পরিবেশন করবেন বেঙ্গল ফাউন্ডেশন ও নগরনাট।