• ১৭ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোশান

প্রকাশিত: ২১:৫৮, ১ মে ২০২৪

দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোশান

দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোশান

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জিয়াউল রোশান। ২০২৩ সালে বিয়ের প্রায় তিন বছর পর সে খবর প্রকাশ্যে আনেন তিনি। তার কিছুদিন পরেই জানিয়েছিলেন কন্যা সন্তানের বাবা হয়েছেন।
এবার আরো একটি আনন্দ সংবাদ দিলেন নায়ক। রোশান সদ্যজাত শিশুর কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে বললেন, আবারও বাবা হয়েছেন তিনি। এবার হলেন পুত্রের বাবা। মঙ্গলবার (৩০ এপ্রিল) জন্ম হয়েছে পুত্র সন্তানের।

সঙ্গে জানালেন, তার কন্যা সন্তান জন্মের ১১ মাস পর এবার পুত্রের মুখ দেখলেন তিনি। সৃষ্টিকর্তার প্রতি এসময় কৃতজ্ঞতাও জানান এই নায়ক।

পুত্র সন্তান ও স্ত্রী তাহসিনা এশা দুজনই সুস্থ আছেন বলেও জানান রোশান। তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন নায়ক।

বর্তমানে রোশান ব্যস্ত ‘ডেডবডি’ সিনেমা র প্রচারণা নিয়ে। এমডি ইকবাল পরিচালিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩ মে।