• ১৭ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ স্কোয়াড সাজালো নেপাল

প্রকাশিত: ০০:২৩, ২ মে ২০২৪

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ স্কোয়াড সাজালো নেপাল

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ স্কোয়াড সাজালো নেপাল

আসন্ন টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। এর আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করছে দলগুলো। সেই ধারাবাহিকতায় বুধবার (১ মে) নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে নেপাল। যেদিকে তাকিয়ে হয়তো একটা দীর্ঘশ্বাসই ছাড়বেন দেশটির নাগরিকরা।
সন্দীপ লামিচানে থাকলেই যে পরিপূর্ণ হতো নেপালের সব প্রত্যাশা। ক্রিকেট বিশ্বে খর্ব শক্তির দেশ হলেও দেশটিতে আছে পরিচিত কিছু নাম। রোহিত পৌডেল, গুলশান ঝা, দীপেন্দ্র সিং আইরে প্রতিনিয়তই খবরের শিরোনামে উঠিয়ে আনছেন নেপালের নাম। 

বর্তমানে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ব্যস্ত নেপাল। জনসন চার্লস, রস্টন চেজ, কিমো পলদের নিয়ে গড়া সেই উইন্ডিজ দলকেও কদিন আগে দুর্দান্তভাবে হারিয়েছে তারা। এছাড়া এশিয়ান অঞ্চলে সহযোগী দেশগুলোর মাঝেও বেশ এগিয়ে নেপাল।

বিশ্বকাপেও অভিজ্ঞ আর শক্তিশালী এক দল পাঠাচ্ছে নেপাল। চলমান সিরিজ থেকে বাদ পড়েছেন কেবল আরিফ শেখ, বিবেক যাদব এবং আকাশ চাঁদ। এছাড়া অভিজ্ঞদের প্রায় সবাইকেই রাখা হয়েছে দলে। দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিচানে অবশ্য ধর্ষণ মামলার কারণে জেলে আছেন। 

বিশ্বকাপে নেপাল আছে ডি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। বৈশ্বিক এই আসরে তাদের প্রথম ম্যাচ ৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে। একনজরে বিশ্বকাপে নেপাল স্কোয়াড:

রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, কুশাল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সুদীপ জোরা, অভিনাশ বোহারা, সাগর ধাকাল, কামাল সিং আইরে।