• ১৭ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

ইদুনা পার্কে হার সঙ্গী পিএসজির

প্রকাশিত: ০৫:৫৮, ২ মে ২০২৪

ইদুনা পার্কে হার সঙ্গী পিএসজির

ইদুনা পার্কে হার সঙ্গী পিএসজির

সিগনাল ইদুনা পার্ক থেকে বিদায়ের আগে হারই সঙ্গী হলো পিএসজির। নিকলাস ফুলক্রাগের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড।

পিএসজির খেলোয়াড়রা মনে মনে নিশ্চয় অখুশি। তবে কোয়ার্টার ফাইনালের দুই লেগের কথা মনে করে কিছুটা স্বস্তি খুঁজতেই পারেন তারা। বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগ শেষে ৩-২ গোলে পিছিয়ে ছিল পিএসজি। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির টিকিটও পেয়ে যায় তারা।


বার্সেলোনা ম্যাচের মতো ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও তেমন কিছুই করতে চাইবে পিএসজি। সেখানে কিলিয়ান এমবাপ্পেই বড় ভরসা কোচ লুইস এনরিকের। তবে ফরাসি সুপারস্টার প্রথম লেগে তেমন প্রভাব রাখতে পারলেন না, গড়তে পারলেন না ব্যবধান।


অবশ্য ম্যাচে প্রথম আক্রমণটা শাণিয়েছিল পিএসজিই। ১১ মিনিটে উসমান ডেম্বেলের কোণাকুনি শট চলে যায় ডান পোস্টের কিছুটা বাইরে দিয়ে। দুই মিনিট পর পিএসজিকে বাঁচান জিয়ানলুইজি দোন্নারুমা।

৩৬ মিনিটে গিয়ে গোলের দেখা পায় বরুশিয়া। দূরপাল্লা থেকে ভেসে আসা শটে বল বুঝে নেন ফুলক্রাগ। মার্কুইনহোস তাকে ধরে ফেলার আগেই জাল বরাবর শট নেন জার্মান স্ট্রাইকার, দোন্নারুমাকে ফাঁকি দিয়ে বলও জালে। এগিয়ে যায় বরুশিয়া।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।