• ১৭ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

আকাশ থেকে দেখা | ভাটার চিমনি

সংবাদ প্রতিক্ষণ

প্রকাশিত: ১৯:২১, ২১ জুলাই ২০২৩

আকাশ থেকে দেখা | ভাটার চিমনি

আকাশ থেকে দেখা | ভাটার চিমনি

২০১৩ সালের জুলাইয়ের শেষের দিকের ঘটনা। বোয়িং ৭৩৭ নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিলাম। টেক অফের পাঁচ মিনিটের মধ্যেই কন্ট্রোলরুম থেকে জানানো হলো, বেশ কয়েকটি বিমান ঢাকায় অবতরণের অপেক্ষায়। আমি যেন বিমানটা নিয়ে একটু দূরে সরে যাই। তাই করলাম। পাঁচ মিনিটের মধ্যেই চলে এলাম সাভারের আমিনবাজারের ওপর। বিমান তখন প্রায় পাঁচ হাজার ফুট ওপরে। নিচে তাকিয়ে দেখি, দৃশ্যটা বেশ চমকপ্রদ। আমাদের আমিনবাজারের রাস্তার পাশের ইটের ভাটাগুলো বর্ষার পানিতে কেমন ডুবে ডুবে জল খাচ্ছে। দারুণ লাগছিল দেখতে। মনেই হচ্ছিল না এগুলো সাধারণ কোনো ইটের ভাটা। মনে হচ্ছিল প্যারিসের আইফেল টাওয়ারের অন্য কোনো সংস্করণ বুঝি। দেরি না করে ছবি তুলতে শুরু করলাম। তবে ওপর থেকে ইটভাটা দেখতে সুন্দর লাগলেও এর কালো ধোঁয়া কিন্তু পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর।

স/প্র